প্রকাশ: ৫ মে ২০২৫, ১২:১৭
গাজীপুরের বাসন সড়কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। ঘটনার পরপরই তৎপর হয় পুলিশ, রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ৫৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
রবিবার (৪ মে) সন্ধ্যায় বাসন থানাধীন বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়ির ওপর ১০-১২ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এ সময় হাইস গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাসনাতের হাত রক্তাক্ত হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে।
হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। হাসনাত আব্দুল্লাহ নিজেই পরবর্তীতে ঘটনাস্থল ত্যাগ করে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অবস্থান করেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
এ ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল রাতভর চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম জানিয়েছেন, সন্দেহভাজন হিসেবে ৫৪ জনকে আটক করা হয়েছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা রুজু হয়নি। এনসিপির পক্ষ থেকে এজাহার দায়েরের অপেক্ষায় রয়েছে পুলিশ। হাসনাতের উপর হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও বাড়তে শুরু করেছে।
হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে এনসিপির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হামলাকারীদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে।
এছাড়াও, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তায় অনুষ্ঠিত আলাদা বিক্ষোভ মিছিলেও উত্তপ্ত বক্তব্য রাখেন এনসিপির শীর্ষ নেতারা। তারা এ হামলাকে পরিকল্পিত আখ্যা দিয়ে সরকারকে দায়ী করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।