প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৩১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সারা দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে ঢলে পড়েন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। রমনা, শাহবাগ, মোহাম্মদপুর, মতিঝিল, টিএসএসি, কলাবাগানসহ ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাস ও ট্রাকে চেপে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।