প্রকাশ: ২ মে ২০২৫, ২০:২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। গত ৩০ এপ্রিল এই চিঠিটি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষর করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৪ মে লন্ডন থেকে দেশে ফিরবেন এবং তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান। তিনি ধানমন্ডিতে তার পিতার বাসায় অবস্থান করবেন।