মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল (৩ মার্চ) সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে, যখন চোরেরা ব্যাংকের জানালার গ্রিল কেটে এবং ভোল্ট ভেঙে ৮ লক্ষ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আজ (৪ মার্চ) মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকে এসে দেখতে পান যে, গ্রিল কেটে ভোল্ট ঘরের দরজার তালা কেটে ভোল্ট ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে। এ সময় সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও চুরি করে নিয়ে যায় চোরেরা।
ইসলামী ব্যাংক বামন্দী এজেন্ট শাখার ব্যবস্থাপক হামিদুল ইসলাম কাজল বলেন, "গতকাল ব্যাংকের সমস্ত কার্যক্রম শেষে ৮ লক্ষ ১০ হাজার টাকা ভোল্টে রেখে যায়। রাতে চোরেরা ব্যাংকের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং ভোল্টের দরজার তালা কেটে পুরো টাকা চুরি করে নিয়ে যায়।" তিনি আরও জানান, চোরেরা সিসিটিভি ক্যামেরার ডিভাইসটিও চুরি করে নিয়ে গেছে।
এই চুরির ঘটনা ব্যাংকটি এবং আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। নজরুল টাওয়ারের ব্যবসায়ীরা বলছেন, যদি ব্যাংক থেকে এভাবে চুরির ঘটনা ঘটে, তাহলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা কোথায়? ব্যাংক থেকে চুরি হয়ে যাওয়ার ঘটনায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ শঙ্কিত।
এদিকে, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, "এ ঘটনায় খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ব্যাংকে গেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনা তদন্ত চলছে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।"
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।