বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হলেও এটিএম আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি, যা জনগণকে হতাশ করেছে।
বক্তারা বলেন, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁরা অভিযোগ করেন, সরকার দলীয় লোকদের দিয়ে সাজানো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যেখানে একজন সাক্ষী ৭ কিলোমিটার দূর থেকে এবং অপরজন ৩ কিলোমিটার দূর থেকে ঘটনা দেখার দাবি করেছেন, যা হাস্যকর ও অবাস্তব। এছাড়া, এক ব্যক্তি নিজেকে আজহারুল ইসলামের ক্লাসমেট হিসেবে পরিচয় দিলেও নথিপত্রে দেখা যায়, তারা একসঙ্গে পড়াশোনা করেননি।
বক্তারা আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পরও এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া বিস্ময়কর। জামায়াতের নেতারা অভিযোগ করেন, নতুন সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ১০ দিন পার হলেও এখনো জামায়াতের এই নেতা মুক্তি পাননি, যা চরম বৈষম্যের উদাহরণ।
দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, অমুসলিম প্রতিনিধি শ্রী নির্মল চন্দ্র সাহা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জামায়াত নেতা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, অ্যাডভোকেট মাইনুল আলম, আনোয়ার হোসেন, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, ছাত্রশিবির নেতা মুশফিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।