মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে সমাহিত করা হয়। তার ছেলে মুয়াজ আরিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ জানান, ছোটবেলা থেকেই তারা বাবার কর্মময় জীবনের ছায়ায় বড় হয়েছেন। তিনি বলেন, "বাবা আদালতে এবং চেম্বারে ব্যস্ত থাকলেও আমাদের প্রতি তার যত্নের কমতি ছিল না। বাবার রেখে যাওয়া কর্ম দেশ ও জাতির জন্য উপকারী হয়ে থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
গত ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ এফ হাসান আরিফ। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন এবং আইনজীবী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আইন ও প্রশাসনের প্রতি তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন অনেকেই।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।