নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির সময় পাহারাদারকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
সুজন কুমার শীল-থানা প্রতিনিধি বড়াইগ্রাম,নাটোর
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৩:৩৭ অপরাহ্ন
নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশানে ডাকাতির সময় পাহারাদারকে হত্যা

নাটোরের বড়হরিশপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানে গত শুক্রবার রাতে একটি সংঘটিত ডাকাতির ঘটনায় পাহারাদার তরুণ চন্দ্র দাস (৫৫) নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। 


নিহত তরুণ চন্দ্র দাস নাটোর শহরের আলাইপুর ধোপাপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ২৩ বছর ধরে মহাশ্মশান মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালে মন্দিরের সদস্যরা যখন ভোগ ঘরে প্রবেশ করেন, তখন তারা তরুণের হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পান। 


মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্য নারায়ণ রায় টিপু সেবায়েত জানিয়েছেন, ঘটনাস্থলে থাকা দান বাক্স এবং ভাণ্ডার ঘরের তালা ভাঙ্গা ছিল এবং গ্রিল কাটা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরা তরুণকে হত্যা করে মন্দিরের টাকা, কাঁসা পিতলের বাসনপত্র সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে গেছে। 


পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর, নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মহাশ্মশান এলাকার ভাণ্ডার ঘর থেকে কিছু মালামালের লুটের আলামত পাওয়া গেছে, যা সম্ভবত চুরি বা ডাকাতির প্রমাণ। পুলিশ আরও তদন্ত করছে এই হত্যাকাণ্ডের পেছনে ডাকাতির উদ্দেশ্য ছিল কিনা। 


এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।