আজিমপুর থেকে ডাকাতির সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে-র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ন
আজিমপুর থেকে ডাকাতির সময় অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে-র‌্যাব

ঢাকার আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশুটিকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৬ নভেম্বর) সকালে এক খুদে বার্তায় র‌্যাব এই তথ্য নিশ্চিত করে। 


গত ১৫ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে ডাকাতদল মালামালের পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, ফারজানা আক্তার, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত, তার স্বামী ও সন্তানসহ ওই বাসায় অবস্থান করছিলেন। ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুটপাট করে এবং তার ছোট শিশুকে অপহরণ করে নিয়ে যায়।


এ ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাব অপহৃত শিশুটির খোঁজে অভিযান শুরু করে। অবশেষে শনিবার সকাল ৮টার দিকে র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায় যে, মোহাম্মদপুর এলাকা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। র‌্যাবের সদস্যরা শিশুটিকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।


এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই সাফল্যের জন্য র‌্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে, মুলত দুঃসাহসিক এই অপরাধের বিরুদ্ধে পুলিশ এবং র‌্যাবের সম্মিলিত প্রচেষ্টার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পাবে বলে মনে করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।