হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী আটক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪ ১২:০৮ অপরাহ্ন
হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী আটক

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।


আটক হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে সিটিটিসির কর্মকর্তারা জানিয়েছেন, ইমতিয়াজের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হিজবুত তাহরির, যা একটি রাজনৈতিক সংগঠন, বাংলাদেশে নিষিদ্ধ এবং এটি রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে।


নিরাপত্তা বাহিনীর এই অভিযানটি চলমান সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। দেশে সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ত্বরান্বিত হয়েছে এবং এ ধরনের অভিযানগুলো জোরদার করা হয়েছে।


হিজবুত তাহরিরের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা দেশব্যাপী সন্ত্রাসবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণের লক্ষ্যে অব্যাহত থাকবে। আটক হওয়া ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 


এ বিষয়ে আরও তথ্য আসার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।