বন্যা দুর্গতদের জন্য তোলা ৮ কোটি টাকা সরকারের পুনর্বাসন তহবিলে যাবে

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১লা অক্টোবর ২০২৪ ১১:৪০ অপরাহ্ন
বন্যা দুর্গতদের জন্য তোলা ৮ কোটি টাকা সরকারের পুনর্বাসন তহবিলে যাবে

বন্যা দুর্গতদের সহায়তার জন্য টিএসসিতে তোলা অর্থের মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার পুনর্বাসন তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া ১ কোটি ৯১ লাখ টাকা সরাসরি উত্তরবঙ্গসহ আশপাশের বন্যাকবলিত এলাকায় ব্যয় করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার রাতে টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের নেতারা। 


সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত লজিস্টিক ও টেকনিকাল সাপোর্টের সীমাবদ্ধতার কারণে সরকারের পুনর্বাসন তহবিলে অর্থ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, সরকারের মাধ্যমে অর্থ ব্যবহারের ফলে দুর্গত এলাকাগুলোতে এর সঠিক প্রয়োগ নিশ্চিত হবে এবং দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।


ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, শিক্ষার্থীরা প্রথমে নিজেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করেছিল, তবে লজিস্টিক ও অন্যান্য সমস্যার কারণে তারা সরকারের সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করেন, সরকারী ব্যবস্থাপনায় ত্রাণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে এবং ত্রাণ বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে। 


সংবাদ সম্মেলনে অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কেও কথা বলেন সংগঠনের নেতারা। তারা এসব অভিযোগকে ভিত্তিহীন এবং গুজব বলে উড়িয়ে দেন। আন্দোলনকারীরা বলেন, তোলা অর্থের প্রতিটি পয়সা বন্যাদুর্গতদের জন্যই ব্যবহার করা হবে এবং তহবিল ব্যবহারের বিষয়ে সব ধরনের স্বচ্ছতা বজায় রাখা হবে। তারা অভিযোগ করেন, কিছু মহল তাদের সুনাম ক্ষুণ্ন করার জন্য এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। 


এ সময় নেতারা আরও বলেন, তারা প্রত্যাশা করছেন যে প্রধান উপদেষ্টার পুনর্বাসন তহবিলে প্রদত্ত অর্থ বন্যা কবলিত অঞ্চলের পুনর্বাসন এবং পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এই পদক্ষেপকে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন এবং বলেন, জাতীয় সংকট মোকাবিলায় এই ধরনের সহায়তা দেওয়া শিক্ষার্থীদের মানবিক উদ্যোগের প্রমাণ।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে সামাজিক বৈষম্য ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে কাজ করে আসছে। এই অর্থ সহায়তা উদ্যোগটি তাদের চলমান কার্যক্রমের একটি অংশ।