বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। যে বাংলাদেশে মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার সমুন্নত থাকবে। দেশবাসীকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা এগিয়ে যাবো। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত পলাশের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, দেশ নেত্রী বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পলাশের মা, স্ত্রী ও তার মায়ের সাথে দেখা করতে এসেছি। বিএনপি তথা তারেক রহমান শিশুটির পড়াশোনা ও তার পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা সবসময় তার পাশে থাকবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, রক্তাক্ত বাংলাদেশের মাধ্যমে শহীদরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে সেই বৈষম্যহীন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামজিক সুমর্যাদার বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।
পরে সালাউদ্দিন আহমেদ ভূঞাপুর বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বেলা তিনটার দিকে সালাউদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ ইমনের বাড়িতে যান। সেখানে ইমনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের দায়িত্ব গ্রহন করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।