https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মুক্তি পেলেন খালেদা জিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২৪, ২৩:৫৪

শেয়ার করুনঃ
মুক্তি পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরো বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং এরইমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। 

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

শবে কদরে দেশ ও জাতির মঙ্গল কামনা করলেন তারেক রহমান

শবে কদরে দেশ ও জাতির মঙ্গল কামনা করলেন তারেক রহমান

পবিত্র শবে কদর উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এই মহিমান্বিত রাতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনের জন্য তাঁর আন্তরিক শুভেচ্ছা রইল। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।   তারেক রহমান বলেন, শবে কদর একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, যা মানবজাতির জন্য পথনির্দেশক। এই

নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট,বিভ্রান্তি তৈরি হচ্ছে:মির্জা ফখরুল

নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট,বিভ্রান্তি তৈরি হচ্ছে:মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া নির্বাচনী রোডম্যাপকে অস্পষ্ট আখ্যায়িত করেছেন। বুধবার স্বাধীনতা দিবসে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ মনোভাব প্রকাশ করেন। ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময়সীমা উল্লেখ করা হয়েছে, তা কোন স্পষ্ট রোডম্যাপ নয়।   তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে

সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানো হলে জনগণ মানবে না-নাহিদ ইসলাম

সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানো হলে জনগণ মানবে না-নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা জনগণ মানবে না। তিনি বলেন, এমন পরিস্থিতিতে এনসিপি প্রতিবাদে সামনে থাকবে। বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা তুলে ধরেন।  নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে, আগামী দিনে যেন আর রক্তপাত না হয়।

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন

আওয়ামী লিগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। গতকাল (সোমবার ২৪ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি।  ঘটনা নিশ্চিত করে আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে। জানা গেছে, উজ্জল রায় নামে

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ সুফল পায়নি: তারেক রহমান

স্বাধীনতার ৫৩ বছরেও মানুষ সুফল পায়নি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।   তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই লক্ষ্য আজও পূরণ হয়নি। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর