প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ২:৪৮
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকের ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বাদ মাগরিব হাকিমপুর উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের আয়োজনে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর হিলি পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, হাসান আলী মধু মাষ্টার, আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর আ'লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সহ-সভাপতি শাহ আলম প্রধান, সাঃ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সম্পাদক মাহাবুব আলম, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক এমদাদুল মল্লিক টগর, উপজেলা স্বেচ্ছাসেবক সাঃ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, কৃষকলীগের সাধারণ সম্পাদক মহাসিন আলী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকার, হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমদ, কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, ছাত্রনেতা, মহিউদ্দিন মারুফ, সোহাগ মন্ডল, রিয়াদ হোসেন, মুহিত আহমেদ, রাহুল, মোস্তাকিম হোসেন, মোশাররফ হোসেন, উজ্জ্বল, শাকিল আহম্মেদ, বখতিয়ার আহমেদসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীক এর বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে ভোটের দিনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিত নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।