কুমিল্লা-৪: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা আ.লীগ নেতা আবুল কালাম আজাদের

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ২৮শে নভেম্বর ২০২৩ ০৯:২৭ অপরাহ্ন
কুমিল্লা-৪: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা আ.লীগ নেতা আবুল কালাম আজাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জনতার দাবীর মুখে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নবীয়াবাদ কলেজ মাঠে উপজেলা চেয়ারম্যান সমর্থিত ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আহবান করলে ওই সভা জনসভায় রূপ নেয়।

 

সভায় সহস্রাধিক জনতার দাবীর মুখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষনা দেন আবুল কালাম আজাদ। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন।


সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, বরকামতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার ভূইয়া মুকুল, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ আবু হানিফ খান, গুনাইঘর উত্তর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদ আলম, ধামতী ইউনিয়ন আ’লীগের সভাপতি সফিকুল ইসলাম, আ’লীগ নেতা ইউনুছ মাস্টার প্রমুখ।