
কুমিল্লা-৪: জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ইউসুফ আসগর

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১:২৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণাকালে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে এডভোকেট ইউসুফ আসগরের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

এসময় ৩০০আসনের মধ্যে ২৮৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে সাদা এরশাদ ও ড. কে আর ইসলামের মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে দলটি। তবে উল্লেখ্য তিনজন যদি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদেরকেও মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু।

