প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ৩:১৬
দেশব্যাপী জামাত বিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলওশান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সরাইল হালিম চত্বরে সামনে থেকে বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অন্নদা মোড়ের সামনে পথ সভায় মিলিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য এড. জয়নাল উদ্দিন জয়ের সঞ্চালনায় পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলি আজাদ) এমপি বলেন,আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে।
এ সময় তিনি বলেন, একটি কুচক্রী মহল এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশে নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকার প্রধান তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামায়াত-বিএনপি’র ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুর রাশেদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.আমিন খান,পানিশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মিয়া, সরাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো.কায়কোবাদ, আওয়ামী লীগ নেতা মো. মুস্তাফিজুর রহমান,জেলা পরিষদের সদস্য মো.পায়েল মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিল্লাত বেলায়েত, স্বেচ্ছাসেবক লীগের মো. হোসেন মিয়া, মো. আশরাফ উদ্দিন বাবুলসহ আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।