প্রকাশ: ১ এপ্রিল ২০২৩, ১:২৬
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ছাত্রলীগ সভাপতি প্রার্থী নাসির উদ্দিন আসাদুল্লাহ। তার পরিবারে রয়েছেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা।
তিনি আওয়ামী লীগ পরিবারের একজন সন্তান। ১৯৭১ সালে যারা মৃত্যুর খাতায় নাম লিখিয়ে যুদ্ধে গিয়েছিলো সেই পরিবারের একজন সন্তান নাসির উদ্দিন আসাদুল্লাহ।
তার দাদা অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল ওয়াদুদ ১৯৬৫ সাল থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
যুদ্ধ পরবর্তী সময় ১৯৭২ সালে রিলিফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তার দাদা আব্দুল ওয়াদুদ।
তার নানা সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আতিয়ার রহমান । তার দাদা, দাদার ভাই, নানা, নানার ভাই, ফুফা ও বড়আব্বাসহ পরিবারে রয়েছেন ১০জন বীর মুক্তিযোদ্ধা।
নাসির উদ্দিন আসাদুল্লাহ বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ পরিবারের সন্তান।
স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি’র একজন সৈনিক হিসেবে ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি।
আগামীতে ছাত্রলীগের যে কমিটি হবে এ উপজেলায় আমি আশা করি দল আমাকে ও আমার পরিবারকে মূল্যায়ন করবেন।