কুমিল্লা উত্তর জেলায় সকল দলের সাংগঠনিক নেতৃত্বে এগিয়ে দেবীদ্বার

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: বুধবার ১লা মার্চ ২০২৩ ১০:২১ অপরাহ্ন
কুমিল্লা উত্তর জেলায় সকল দলের সাংগঠনিক নেতৃত্বে এগিয়ে দেবীদ্বার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা উত্তর জেলার ৫টি আসনের সবকটিতেই বিজয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে মেয়াদোত্তীর্ন করতে যাচ্ছে আওয়ামী লীগ।


এদিকে কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক ভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ন্যাপ ও কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য দলের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি এ অর্জনের সঙ্গে জড়িয়ে আছে একাধিক দলে থাকা দেবীদ্বারের শীর্ষ নেতারা। কুমিল্লা উত্তর জেলার প্রায়ই সব রাজনৈতিক দলের সাংগঠনিক নেতৃত্বে সবাই এখন দেবীদ্বারের মানুষ। এ কারণে স্থানীয়রা মনে করছেন, দেবীদ্বারকে ঘিরে উত্তর কুমিল্লায় সব রাজনৈতিক দলের নেতৃত্বের বলয় তৈরি হয়েছে।


আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার দেবীদ্বার উপজেলার পদ্মকুট গ্রামের সন্তান। তারই চাচাত ভাই আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমাযুন কবির উপজেলার পদ্মকুট গ্রামের সন্তান। উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের  বাড়িও উপজেলার বরকামতা গ্রামে।


অপরদিকে বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্যসচিব এএফএম তারেক মুন্সী দেবীদ্বারের বনকুট গ্রামের মুন্সী বাড়ির সন্তান। তিনি এ আসনের আওয়ামীলীগের স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আপন চাচা। কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, তিনিও দেবীদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের সন্তান। কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক দেব জয় একই উপজেলার বল্লভপুর গ্রামের সন্তান। ন্যাপ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. সফিকুল ইসলাম সিকদার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের সন্তান। জামায়াতের কুমিল্লা উত্তর শাখার সাধারণ সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ উপজেলা সদরের চেয়ারম্যান বাড়ির সন্তান। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোসলেম উদ্দিন মোল্লা দেবীদ্বার পৌরসভার স্থানীয় বাসিন্দা।


শুধু তাই নয়, কুমিল্লা উত্তর জেলা মহিলা লীগের সভাপতি শিরিন সুলতানা দেবীদ্বার উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা। তিনি একাধারে দুইবার কুমিল্লা জেলা পরিষদের মহিলা সদস্যের প্রতিনিধিত্ব করে আসছেন। অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম দেবীদ্বার উপজেলার পৈরানকুল গ্রামের পুত্রবধু ও শালঘর গ্রামের সন্তান। কুমিল্লা উত্তর জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম তিনিও দেবীদ্বার পৌরসভার বাসিন্দা।  কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ভিপি রেজাউল করিম শাহিন তার বাড়িও দেবীদ্বার উপজেলা সদরে। 


কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন সরকার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের সন্তান। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগেরর সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল উপজেলার বরকামতা গ্রামের সন্তান। অপরদিকে একই সাংগঠনিক জেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তানীম উপজেলার ভিড়াল্লা গ্রামের সন্তান। কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সদস্য সচিব হিসেবে রয়েছে অনির্বান দেব সেও উপজেলার গুনাইঘ গ্রামের সন্তান। ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক আব্দুল আলীম উপজেলার রাজামেহার গ্রামের। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি সাইফুল ইসলাম এর বাড়ি উপজেলার বনকুট গ্রামে। এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সভাপতি কিংবা সাধারন সম্পাদকও হতে যাচ্ছেন দেবীদ্বার থেকে। তবে কুমিল্লা উত্তরের প্রায়ই সব দলের সাংগঠনিক নেতৃত্বে এ উপজেলা থেকে পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। কেউ কেউ দেবীদ্বারের মানুষ হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।


আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমাযুন কবির বলেন, ‘দেবীদ্বারের মানুষ হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত। পুরো সাংগঠনিক জেলার নেতৃত্বে যারা আছেন তারা সকলেই দেবীদ্বারের। আমরা তাদের মাধ্যমে দেশের এগিয়ে যাবার সাফল্য দেখতে চাই।


কুমিল্লার প্রবীণ সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব এবিএম আতিকুর রহমান বাশার বলেন, ‘আমরা দেবীদ্বার উপজেলার মানুষ বড়ই ভাগ্যবান। আমাদের সাংগঠনিক জেলার সরকারী দল ও সব বিরুধী দলের বেশিরভাগ নেতৃত্বদানকারী সবাই দেবীদ্বারের। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদও কুমিল্লার দেবীদ্বারের সন্তান ছিলেন। এটা সবার জন্য যেমন চমক। তেমনি দেবীদ্বারের মানুষেরও গৌরবের বিষয়।’


সাংগঠনিক জেলা কুমিল্লা উত্তরের নেতৃত্ব এখন দেবীদ্বারের হাতে এমন দাবি দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের। তিনি বলেন, ‘দেবীদ্বার অনেকদিন থেকে নানা কারণে সার্বিক উন্নয়নে বঞ্চিত ছিল। বিগত ও বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী তার একান্ত ইচ্ছায় অনেক উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলায় সরকার ও বিরোধীদলের নেতৃত্ব থাকায় উন্নয়ন আরও তরান্বিত হবে।’