বাংলাদেশে আর ২০১৪ ও ‘১৮ র নির্বাচন হতে দেয়া হবে না: নুর

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ ০৭:৪৬ অপরাহ্ন
বাংলাদেশে আর  ২০১৪ ও ‘১৮ র নির্বাচন হতে দেয়া হবে না: নুর

২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ইভিএম কেনা থেকে সরকার পিছিয়ে আসার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, আগামীতে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতো আর কোনো নির্বাচন বাংলাদেশ হবে না, হতে দেয়া হবে না।


শনিবার (২৮ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দলের সদস্য ফরম উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ডাকসুর সাবেক ভিপি বলেন, আন্তর্জাতিকভাবে বিনা ভোটের নির্বাচন আর সমর্থন করা হচ্ছে না। পেশি শক্তি ব্যবহার করে নির্বাচন করার আর সুযোগ নেই। সরকারের দমন-পীড়নে বিরোধী দল এখন আর ভয় পায় না।


এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে নুর আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। জনজীবনে নাভিশ্বাস উঠে গেছে। জনবিরোধী এ সরকারকে জনগণ আর চায় না।