ক্ষমতায় টিকে থাকাতে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, বিজয়ের এই দিনে মুক্তিযোদ্ধারা কারাগারে। বিএনপির মহাসচিব মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আজ কারাগারে। মির্জা আব্বাস কারাগারে। আজকের দিনে মুক্তিযোদ্ধা আবদুস সালাম কারাগারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ আমাদের হাজারের বেশি কর্মী কারাগারে।
এসব নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির কর্মসূচি পালনের সময় এসব কথা বলেন তিনি।
স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও ষড়যন্ত্র করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার ক্ষমতা টিকে থাকার জন্যই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধামতো কথা বলে।
গায়ের জোরে ক্ষমতায় আছে জানিয়ে তিনি বলেন, তারা দিনের ভোট রাতে করেছে। ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ও সরকারের সিন্ডিকেটের কারণে দেশের অর্থনীতি লুটপাট, চাঁদাবাজি হচ্ছে। দেশের মুদ্রা অন্য দেশে পাচার করে, দেশে একটি বিপর্যয় সৃষ্টি করেছে। তারা দেশে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
এ সময় আশাবাদ ব্যক্ত করতে গিয়ে খন্দকার মোশাররফ বলেন, বিজয়ের দিনে আমরা আশা করি, দেশ থেকে স্বৈরাচার, ফ্যাসিবাদী সরকারের অবসান হবে। জনগণের সরকারের প্রতিষ্ঠিত হয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনসহ অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।