কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল সহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু সহ অন্যান্য নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।