ঝিনাইদহ জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: রবিবার ১৩ই নভেম্বর ২০২২ ০৫:১২ অপরাহ্ন
ঝিনাইদহ জেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে  জেলা  আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপিকে সভাপতি ও  সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। 


রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  ৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।


দুপুরে   হেলিকপ্টারযোগে ঝিনাইদহ  আসেন সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। 


সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ন- সাধারন সম্পাদক  মাহবুবুল  আলম হানিফ এমপি, বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 


জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি 'র  সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক  সাইদুল করিম মিন্টু।  


প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি'কে  সভাপতি ও সাইদুল করিম মিন্টু  সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন।