অধিকার আদায়ে জনগণকে আন্দোলনে নামার তাগিদ দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, যাদের অধিকার হরণ করা হয়েছে তাদেরকে মাঠে নামতে হবে।বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। এতে যোগ দেন ড. কামাল হোসেনসহ অন্য শীর্ষনেতারা।
আগামী ২৪ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত গণশুনানি কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে বৈঠক শেষে ব্রিফিংয়ে জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, ১৬ কোটি মানুষের ভোট ডাকাতি হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণ আহত হয়েছে। যাদের সম্পদ লুট হয়েছে তারা কোনো প্রতিবাদ করবে না? ড. কামাল হোসেন বা ঐক্যফ্রন্ট তাদের অধিকার আদায় করে দেবে তা হয় না। জনগণকে মাঠে নামতে হবে। ২৪ তারিকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণশুনানি হবে বলে জানান তিনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।