সংরক্ষিত মহিলা আসনে যখন বেশ কয়েকজন নামী তারকা বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন ফরম কিনছেন, তখনই হঠাৎ গুঞ্জন ছড়ায় হিরো আলমের স্ত্রীও মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তবে, বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোটা সময়জুড়েই আলোচনায় থাকা হিরো আলম তার স্ত্রীর বা তার ঘনিষ্ঠ কারো জন্য সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কিনবেন বলে শোনা যায়। সবশেষ গুঞ্জন শোনা গেল তিনি তার স্ত্রীর জন্য জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনছেন।
তবে, এ কথা নাকচ করে হিরো আলম বলেন, ‘এগলা একদমই সত্যি না, কারা যে এগলা করে! আবার করিছে! মাথা খারাপ আমার? কেন কেনবো? এগুলা অ্যাকদম মিথ্যা কথা। আপনে বরংচো এইট্যা যে গুজব সেটা লিয়া একটা নিউজ করি দেন।’ এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। তিনি সিংহ প্রতীকে বগুড়া-৪ আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।