নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপকে জাতির সঙ্গে মশকরা ও তামাশা বলে দাবি করেন বিএনপি নেতারা। তারা বলেন, এটি সরকারের নাটক। এসময় দলের মহাসচিব ফখরুল বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে আটকে রেখে সরকার স্বাধীনতাবিরোধী শক্তিতে পরিণত হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতার এসব কথা বলেন।
অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন, বিজয় দিবসের র্যালির মতো ভবিষ্যতে নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকলে সরকার পালাতে বাধ্য হবে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কথা বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়েও। বলেন, এটি সরকারের একটা নাটক। এতে উঠে আসে বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি।
এদিকে সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে রিজভী বলেন, এই সরকারের রাষ্ট্রপতি সংলাপ ডেকেছেন, সুতরাং সরকারের কথার বাইরে তো এক ধাপও তিনি এগোতে পারবেন না। তিনি আরও বলেন, সংলাপের নামে যে ভেল্কিবাজি, বায়স্কোপ করা হচ্ছে এর জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।