যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তারাই ব্যর্থ হবে : এমপি শাওন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - ভোলা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই অক্টোবর ২০২১ ০৭:৩৩ অপরাহ্ন
যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তারাই ব্যর্থ হবে : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভারতের বাবরি মসজিদ ইস্যুতে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা করে পরিবেশ অস্থিতিশীল  করেছিল এখনো তারা ষড়যন্ত্র করছে। কুমিল্লার ঘটনায় যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেস্টা করছে, তারা কখনো সফল হবেনা। নিশ্চয় শেখ হাসিনার সরকার তদন্তপূর্বক এসব ঘটনার বিচার করবে।


 বাংলাদেশে আওয়ামীলীগ সরকারই সকল ধর্মের উৎসব পালনের নিশ্চয়তা দিয়েছে। যারা দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়, তারাই ব্যর্থ হবে। বুধবার রাতে তজুমদ্দিন উপজেলায় পুঁজামন্ডপ পরিদর্শন ও  মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, শান্তিপুর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশী বিদেশী চক্র পূর্বথেকে জড়িত রয়েছে। বহুবার শেখ হাসিনাকে হত্যার চেস্টা করা হয়েছিল। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ উন্নয়নের দিক এগিয়ে চলছে।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক, আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, , ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, মোঃ রাসেল, শ্রমিকলীগ সম্পাদক আবুল হাসেম মহাজন প্রমুখ।