প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ৪:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশের মত বরিশাল মহানগরীতে জাঁকজমক অনুষ্ঠান করা হয়। বিসিসি মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর নির্দেশে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা। ফ্রি চিকিৎসা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং আনন্দ রেলি করা হয়।
সকল অনুষ্ঠানের মধ্য থেকে আনন্দ র্যালি ছিল অন্যতম। এই আনন্দ র্যালিতে বিসিসি মেয়র সেনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর নির্দেশে ১০ হাজারের অধিক কর্মী নিয়ে যোগদান করে আনন্দ মিছিল কে জনসমুদ্র করে তুলে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।নেতাকর্মীদের জয় বাংলা' স্লোগানে বরিশালের আকাশ বাতাস হয়ে ওঠে আনন্দমুখর।