প্রকাশ: ১৫ মে ২০২১, ১১:৪০
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মে) দিবাগত রাতে সাতকানিয়া থানা পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাটহাজারীতে গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় প্ররোচনা দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাই ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১