প্রকাশ: ৮ মে ২০২১, ১২:১৩
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।
পিরোজপুরে অনুষ্ঠিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, যারা বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া নির্বাচনের চিন্তা করছে, তারাই প্রকৃতপক্ষে নির্বাচনকে পেছনে টানার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাজধানীর একটি অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো কোনো অন্যায়কে সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। দলটি সব সময় আইনের শাসনের পক্ষে কাজ করেছে, আগামীতেও করবে। শনিবার বিকেলে গুলশানে লেকশোর হোটেলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়। সভায় মির্জা ফখরুল বলেন, মিটফোর্ড হাসপাতাল চত্বরে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে শুক্রবার (১১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি দুর্নীতিমূলক মামলার চার মাস পর তিনি এই ছুটিতে গেলেন। স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘হেলথ পলিসি ওয়াচ’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ডব্লিউএইচওর মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে জানান, পুতুল ছুটিতে যাচ্ছেন এবং
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো জোট গঠনের সম্ভাবনা নেই। অতীতে কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে জোট করলেও এবার এমন প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ অন্য দলগুলোর সঙ্গে আলোচনার দ্বার খোলা রয়েছে বলে ইঙ্গিত দেন। ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক
পিআর পদ্ধতিতে নির্বাচন, ৭ দফা দাবি ও জুলাই সনদের বাস্তবায়ন হলেই যে কোনো সময় জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। এই বৈঠকে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন সংক্রান্ত আলোচনাও হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এটি রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড়