প্রকাশ: ৮ মে ২০২১, ১২:১৩
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি জনগণপন্থি রাজনৈতিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনপিএর অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, প্ল্যাটফর্মটির ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে। এ সময় ৯৯ জন সদস্যের নাম
জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পাশাপাশি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে ঘিরে ওঠা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, আসন সমঝোতা বা রাজনৈতিক আলোচনায় কোনো পক্ষকে অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি; বরং স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের
ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না থেকে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় জোটে তারা আর থাকছে না এবং নিজের শক্তির ওপর ভর করেই নির্বাচনী মাঠে নামবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের ২৬৮টি আসনে প্রার্থী দেবে। দীর্ঘদিন ধরে জোট রাজনীতির বাইরে থেকে স্বতন্ত্র অবস্থান ধরে রাখার যে নীতি
রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের রুদ্ধদ্বার বৈঠকে ২৫০ আসনে সমঝোতায় পৌঁছেছে ইসলামপন্থী রাজনৈতিক জোট। বৈঠকে অংশ না নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, এই জোটের নাম নির্ধারণ করা হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কোন দল কতটি আসনে প্রার্থী দেবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে জানানো হয়,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের বাকি ৯ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার