প্রকাশ: ৮ মে ২০২১, ১২:১৩
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন।
সংখ্যানুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই পদ্ধতি বাস্তবায়নের আড়ালে কোনো ‘মাস্টার প্ল্যান’ থাকতে পারে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক দেশ—যেমন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—সরাসরি ভোট পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করে। আমাদের দেশে হঠাৎ করে পিআর
গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের স্বভাব-চরিত্রে পরিবর্তন না এলে দেশের পুনর্গঠন অসম্ভব। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি বলেন, “রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠিত হলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে স্থিতিশীল ও
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত সভায় বলেন, “ভোট দিলে বেহেশতে যাওয়া সহজ হবে” এ ধরনের প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা। সভাটি কোরআন অবমাননা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজন করা হয়। রিজভী বলেন, জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। তারা কিছু যুবককে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায়
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির জন্মই হয়েছিল সংস্কারের মধ্য দিয়ে এবং দল প্রতিষ্ঠার পর থেকেই গঠনমূলক সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা ও রুহিয়া থানা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি সব সময় দেশের মানুষের অধিকার
পিআর পদ্ধতির দাবিতে যারা আন্দোলন করছে, তারা মূলত নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে এই ইস্যুটি সামনে এনে জনগণকে বিভ্রান্ত করছে। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি সম্পর্কে জনগণের