প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৭:৩৫
বরিশালে পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে জেলা যুবদলের কেন্দ্রীয় কর্মসূচিচ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রদান আসামী করে জেলা জজ আদালতে মামলা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল জেলা যুবদলের নেতৃবৃন্দ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে উপস্থিত হন।
এসময় একদল পুলিশ তাদের কর্মসূচি বন্ধ রাখার আহবান জানায়। তবে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক এ্যাড, এইচ এম তছলিম, যুগ্ম সাধারন সম্পাদক উলফৎ রানা রুবেল ও সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলুর নেতৃত্বে একদল নেতাকর্মী।
পরে সাধারন সম্পাদক এইচ এম তছলিম ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু কর্মসূচি বাতিল করে নেতা কর্মীদের যার যার গন্তব্যে চলে যাওয়ার জন্য বললেও পুনরায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফিরে আসে। পরে পুলিশ তাদের বাঁধা প্রদান করে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম বলেন, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নগরবাসির চলাচল স্বভাবিক রাখার কারনেই পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া এটা প্রশাসনের স্বাভাবিক কর্তব্যরত রুটিন কারো কর্মসূচি বাতিল করার জন্য নয়।