রাজবাড়ীর জনপ্রিয় ফেসবুক পেইজ "আমরা রাজবাড়ীর সন্তান" ১২ বছর পূর্ণ করে ১৩ বছরে পদার্পণ করেছে। "ভ্রাতৃত্বের বন্ধন" স্লোগানে কাজ করা এই পেইজটি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে।
শুধু একটি পেইজ নয়, এটি একটি সামাজিক সংগঠন হিসেবে রাজবাড়ীর মানুষের জন্য কাজ করে যাচ্ছে। শীতকালীন সাহায্য, বন্যার সময় ত্রাণ বিতরণ, রক্ত সংগ্রহ এবং শিক্ষাবৃত্তি প্রদানে এই পেইজের ভূমিকা প্রশংসনীয়।
পেইজের সেচ্ছাসেবী তাসসীন আহমেদ মিঠু জানান, প্রতিবছর রমজানে ইফতার ও সেহরি সামগ্রী এবং ঈদ উপলক্ষে পোশাক বিতরণ করে তারা। পেইজের প্রধান এডমিন মুহাম্মদ শামীম হাসান আগামীতেও দেশে-বিদেশে থাকা সদস্যদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন।
২০১৩ সালের ৭ জানুয়ারি যাত্রা শুরু করা এই পেইজটি রাজবাড়ী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি জেলার গুণীজনদের পরিচিতি দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। "আমরা রাজবাড়ীর সন্তান" সংগঠনটির সামাজিক কার্যক্রমের জন্য সমর্থন ও প্রশংসা পাচ্ছে সর্বস্তরের মানুষের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।