শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে মুসল্লিদের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শুক্রবার শেষ রাতে বিশেষ জিকির ও আখেরি মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বরুণা মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী (রহ.)-এর স্মৃতিবিজড়িত এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি অংশ নেন।  


মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন বৃহস্পতিবার বিকেল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শুক্রবার ভোর থেকে মুসল্লিরা বরুণা মাদরাসা ময়দানে জমায়েত হতে থাকেন। সম্মেলনের কেন্দ্রবিন্দু ছিল সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর নামাজ, যা বরুণা মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী।  


জুমআর নামাজের পর থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জিকির-আজকার ও ইবাদতে মগ্ন থাকেন। রাত বাড়ার সাথে সাথে লাখো মানুষের আল্লাহু আল্লাহু ধ্বনি পুরো পরিবেশকে বিমোহিত করে। আখেরি মোনাজাতে বরুণা পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর নেতৃত্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। এসময় উপস্থিত মুসল্লিদের কান্নায় আবেগঘন এক পরিবেশ সৃষ্টি হয়।  


সম্মেলনে বয়ান রাখেন ভারত থেকে আগত আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, হাটহাজারীর মুফতি জসীম উদ্দীন, শায়খুল হাদিস ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আবদাল হোসেন খানসহ প্রখ্যাত আলেমরা।  


সম্মেলন উপলক্ষে বরুণা মাদরাসা ও আশপাশের এলাকায় ধর্মীয় পরিবেশের সাথে সামাজিক উন্নয়নের চিত্রও ফুটে ওঠে। এই মাদরাসা ইসলামি শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে সমাজের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নে ভূমিকা রাখছে। বরুণা মাদরাসার উদ্যোগে প্রতিবছর গরিব-দুঃস্থদের মাঝে খাবার, সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ করা হয়।  


১৯৪১ সালে প্রতিষ্ঠিত বরুণা মাদরাসা সিলেট বিভাগের অন্যতম বৃহৎ দ্বীনি প্রতিষ্ঠান। এখানে দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণ করে শিক্ষা প্রদান করা হয়। মাদরাসার বিশেষ আকর্ষণ মসজিদে আবু বকর, যেখানে একসঙ্গে সাত হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বর্তমানে মাদরাসার দায়িত্বে আছেন মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী ও প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী।  


সম্মেলন শেষে মুসল্লিরা বরুণা মাদরাসার সামাজিক ও ধর্মীয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।