গুম কমিশনে অভিযোগ দিলেন আট বছর পর ব্যারিস্টার আরমান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ন
গুম কমিশনে অভিযোগ দিলেন আট বছর পর ব্যারিস্টার আরমান

জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) আট বছর পর মুক্তি পাওয়ার পর গুম হওয়ার অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন তার পক্ষ থেকে গুম সংক্রান্ত কমিশনে এ অভিযোগ দায়ের করেন।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ৯ আগস্ট রাতে আরমানকে তার নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয়। ওই সময় তার স্ত্রী ও সন্তানদের সামনে থেকে জোরপূর্বক তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং একটি সাদা মাইক্রোবাসে উঠানো হয়। এরপর তাকে একটি পুরোনো সেলে বন্দি করে রাখা হয়, যেখানে তিনি ১৬ দিন কাটান।


আরমান অভিযোগ করেন, গুম করার কয়েক মাস পরে একজন প্রহরী গভীর রাতে তার সঙ্গে কথা বলতে আসেন। তিনি জানান, অপহরণের কয়েক মাস পর তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনায় বলা হয়েছিল যে, তাকে হত্যা করে ইট বেঁধে নদীতে ফেলা হবে এবং লাশ চেনা না যাওয়ার জন্য মুখ ও হাত অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হবে। তবে, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের আগেই ঘটনার সাথে যুক্ত একজন উচ্চপদস্থ কর্মকর্তা সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার কারণে সেই সিদ্ধান্ত পিছিয়ে যায়।


সবশেষে, গত ৬ আগস্ট মধ্যরাতে দীর্ঘ আট বছর পর তাকে উত্তরার দিয়াবাড়িতে মুক্তি দেওয়া হয়। আরমানের অভিযোগ তদন্ত করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবী শাহিন। এ ঘটনাটি বাংলাদেশে গুম হওয়ার বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে এবং মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে।