প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:১৭
সব গোষ্ঠীবাদী রাজনীতিকে উগ্রবাদ আখ্যা দিয়ে মানবতার রাজনীতিকে আশীর্বাদ হিসেবে উল্লেখ করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ২৭ জুলাই রবিবার গুলশানে ইনসানিয়াত বিপ্লব-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, মানবতার রাজনীতির বাইরে থাকা সকল রাজনৈতিক ধারা মানবতাবিধ্বংসী অপরাধের শামিল। গোষ্ঠী, ধর্ম বা জাতীয়তাবাদের নামে পরিচালিত রাজনীতি শুধুই উগ্রতা ও স্বৈরতন্ত্রে পরিণত হয়। একমাত্র মানবতার রাজনীতিই মানুষের প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারে।
ইমাম হায়াত ব্যাখ্যা করেন, মানবতার রাজনীতি হলো মানুষের স্বাধীনতা, সম্মান ও নিরাপত্তার প্রতি অঙ্গীকার। এই রাজনীতি কোনো একটি গোষ্ঠী বা ধর্মের নয়, বরং সব মানুষের জন্য। মানবতার রাজনীতির ভিত্তি দয়াময় স্রষ্টা এবং তাঁর রাসুলের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।
তিনি আরও বলেন, মানবতার রাজনীতির মূল দর্শন হলো— প্রতিটি মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি— সকল স্তরেই এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন, মানবতার রাজনীতি না থাকলে মানবজীবনের প্রকৃত অর্থ অনুধাবন করা সম্ভব নয়।
ইমাম হায়াত বলেন, যারা মানবতার রাজনীতি অস্বীকার করে, তারা প্রকৃতপক্ষে মানবজীবনকেই অস্বীকার করে। তাদের রাজনীতি মিথ্যা, দমননীতি ও সন্ত্রাসের হাতিয়ার হয়ে ওঠে। মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র ও মানবতার পৃথিবী কল্পনাও করা যায় না।
তিনি জোর দিয়ে বলেন, আজকের বিশ্বে একক ধর্ম বা জাতীয়তাবাদ-নির্ভর রাজনীতি মানবতার জন্য বড় হুমকি। এসব রাজনৈতিক দর্শন মানুষকে বিভক্ত করে, হিংসা ও দমননীতি উৎসাহিত করে এবং মানবিক মূল্যবোধ ধ্বংস করে।
সংবাদ সম্মেলনে ইমাম হায়াত বিশ্ব মানবতার রাজনীতির একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’— World Humanity Revolution— এর ভূমিকাও তুলে ধরেন। তিনি বলেন, এটাই একমাত্র সংগঠন যেটি মানবতার ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র গঠনের আহ্বান জানায়।
তিনি সবার প্রতি আহ্বান জানান, মানবতার রাজনীতি গ্রহণ করে মানবতার দুনিয়া গঠনের পথে এগিয়ে আসার জন্য। তার ভাষায়, মানবতার রাজনীতিই একমাত্র পথ, যা সত্য, ন্যায় ও দয়াময় স্রষ্টার বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্রকে গড়ে তুলতে পারে।