জবির ছাত্রীহলের নির্মাণকাজ শেষ করতে ১ মাসের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ০৬:০১ অপরাহ্ন
জবির ছাত্রীহলের নির্মাণকাজ শেষ করতে ১ মাসের আল্টিমেটাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে  শিক্ষার্থীরা। হলের কাজ শেষ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) এক মাসের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে করেন শিক্ষার্থীরা। 

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিন করে। এসময় সাধারন শিক্ষার্থীরা বলেন,  দেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে মুক্তি পেতে ২০১২ সালে শুরু হয় জবির ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের  নির্মাণ কাজ।  ৩৩ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলে তা বিভিন্ন কারণে দফায় দফায় পিছিয়ে ৭৫ মাসেও শেষ হয়নি।

তারা আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে  প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও আমাদের কোনো আবাসন ব্যবস্থা নাই।  ছাত্রী হল নির্মাণ কাজ শুরুর ৮ বছর হতে চলছে অথচ আমরা আজও হল পাইনি।

উল্লেখ্য, ছাত্রীহলের কাজ গত বছর জুনে শেষ করার মেয়াদ থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে হল বুঝিয়ে দিতে পারেনি শিক্ষা অধিদপ্তর।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব