'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯' শ্রেষ্ঠ গায়ক হলেন চবির 'মৃনাল কান্তি দাস'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৪ঠা ডিসেম্বর ২০২০ ০৩:২৭ অপরাহ্ন
'জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯' শ্রেষ্ঠ গায়ক হলেন চবির 'মৃনাল কান্তি দাস'

গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ মৃণাল কান্তি দাসকে "শাটল ট্রেন" সিনেমার 'তুমি চাইয়া দেখো..' গানের জন্য  শ্রেষ্ঠ গায়ক হিসেবে ঘোষণা করা হয়।দেশের প্রথম গণ-অর্থায়নে নির্মিত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’র ‘তুমি চাইয়া দেখো...’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছেন গানটির লেখা ও সুরকার মৃণাল কান্তি দাস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট’র ৩১ ব্যাচের ছাত্র।

‘শাটল ট্রেন’ চলচ্চিত্রটির প্রথম কাজ শুরু হয় ২০১৮ সালের ১৩ ফ্রেব্রুয়ারি। এতে  মৃণাল কান্তি দাসের গাওয়া ‘তুমি চাইয়া দেখো...’ গানটি যুক্ত করা হয় ওই বছরের ২৬ মার্চ ‘চারুপ্রাঙ্গণ’র ব্যানারে। এরপর থেকে গানটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। চলচ্চিত্রটি ২০১৯ সালে এপ্রিলে মুক্তি পাওয়ার পরে নানাভাবে আলোচিত ছিল। চবির সাবেক শিক্ষার্থীদের অর্থায়নে নির্মাণ হয়েছে এ চলচ্চিত্র। বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ছাত্রী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

সিনেমাটির পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা- ৩৪ তম ব্যাচের ছাত্র প্রদীপ ঘোষ বলেন, '‘দেশের একমাত্র গণ-অর্থায়নে নির্মিত ‘শাটল ট্রেন’ চলচ্চিত্রটি আমার পরিচালিত  প্রথম কাহিনীধর্মী ছবি। এ পুরষ্কার অর্জন করাতে আমরা সবাই গর্বিত। আমার সিনিয়র শিল্পী মৃণাল দাদার গাওয়া ‘তুমি চাইয়া দেখো’ গানটি ছবিটিতে যুক্ত করি। এরপর থেকে গানটি ব্যাপক দর্শক প্রিয়তা লাভ করে।’'

এছাড়া তিনি আরও বলেন, ‘শাটল ট্রেন চলচ্চিত্রটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অতীত রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নির্মিত। এক সময় বিশ্ববিদ্যালয়টি মৌলবাদের আঁতুড়ঘর ছিল। তখনকার সময়ে যারা প্রগতির রাজনীতি করতো তাদের একমাত্র রাজনীতি চর্চার বাহন ছিল এই শাটল ট্রেন। শাটল ট্রেন চবিয়ানদের জন্য একটি ব্র্যান্ড। ২০১৯ সালে মার্চে মুক্তি পাওয়ার পরে এই ছবিটি নিয়ে অনেকে নানাভাবে সমালোচনা করেছেন। যারা আমাকে গালি দিয়েছে তারাসহ প্রত্যেক শুভাকাঙক্ষীকে আমি ও আমার পরিবার থেকে ধন্যবাদ জানাই।’সিনেমাটিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন রিফাত মোস্তফা।

সিটেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন চবির নাট্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসেন ইমু। সিনেমাটির গান জাতীয় পুরস্কার অর্জন করাতে ইমরান হোসেন ইমু অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি আসলেই গর্বিত অনেক। ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি শাটল ট্রেন চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ ও সহ-পরিচালক রিফাত মোস্তফাসহ পুরো টিমকে। গানটির গায়ক মৃণাল দাদাকেও শুভেচ্ছা জানাই। শাটল ট্রেন বেঁচে থাকুক এই কামনায় করছি।’জানা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ এ মনোনীত গায়ক শিল্পী মৃণাল কান্তি দাস বর্তমানে দেশের বাইরে আছেন।