সৌম্যের প্রথম সেঞ্চুরির ব্যাট নিলামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২রা মে ২০২০ ১১:২৯ অপরাহ্ন
সৌম্যের প্রথম সেঞ্চুরির ব্যাট নিলামে

করোনাভাইরাসের এই কঠিন সময়ে দেশের মানুষদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। নিজেদের বিভিন্ন স্মারক নিলামে তুলছেন তারা। এই ধারায় যোগ দিয়ে নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তুলেছেন সৌম্য সরকার।

শনিবার ব্যাটটির ভিত্তিমূল্য জানিয়েছে অকশন ফর অ্যাকশন। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সেডন পার্কে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। মাত্র ৯৪ বলে সেঞ্চুরি করার পর ১৪৯ রানে থামেন তিনি। সেই ইনিংসের ব্যাটটিই নিলামে তুলেছেন সৌম্য, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ লাখ টাকা। ফেসবুক পেজ 'অকশন ফর অ্যাকশন'-এর মাধ্যমে আগামীকাল রাত ১১টা পর্যন্ত ব্যাটটির নিলাম কার্যক্রম চলবে। 

এর আগে টাইগার অলরাউন্ডার সাকিব আল আমিন ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ মাতানো ব্যাটটি নিলামে তুলেছিলেন। ৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকলেও শেষ পর্যন্ত সেটি ২০ লাখ টাকায় কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি। 

সৌম্য-সাকিব ছাড়াও আরো অনেকে নিজের ক্রিকেট স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এদের মাঝে মুশফিকুর রহিম, লিটন দাস, মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও আছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।