টেস্টে র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পরে বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১লা মে ২০২০ ০৩:১১ অপরাহ্ন
টেস্টে র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পরে বাংলাদেশ!

মহামারী করোনাভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকলেও এর মাঝেই টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করে ফেলল আইসিসি। নতুন র‍্যাংকিংয়ে ভারতকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত নেমে গেছে তিন নম্বরে দুই নম্বরে উঠে এসেছে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ ৫ পয়েন্ট হারিয়ে চলে গেছে আফগানিস্তানের পর ১০ নম্বরে!

২০১৬-১৭ মৌসুমে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। ওই মৌসুমের হিসাব এবার বিবেচনার বাইরে চলে যা্ওয়ায় ৫ পয়েন্ট হারাতে হয়েছে। ৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। ২ পয়েন্ট বেশি নিয়ে ৯ নম্বরে আছে নবীন টেস্ট দল আফগানিস্তান। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৯।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, '২০১৬ সালের অক্টোবর থেকে ভারত এক নম্বরে ছিল। কারণ ২০১৬-১৭ মৌসুমে ভারত মাত্র একটি টেস্ট হেরেছিল আর জিতেছিল ১২ টেস্ট। সর্বশেষ আপডেটের সময় সেই রেকর্ড বাদ দেওয়া হয়েছে। ভারত সেই সময়ে ৫টি টেস্ট সিরিজ জিতেছিল। অন্যদিকে, অস্ট্রেলিয়া ওই সময়ে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছিল।'