সোনা ও হীরার তৈরি ফেস মাস্ক দাম ১৫ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৫শে নভেম্বর ২০২০ ১০:৪১ পূর্বাহ্ন
সোনা ও হীরার তৈরি ফেস মাস্ক দাম ১৫ লাখ ডলার

করোনাকাল আজীবন থাকবে না। তবে সোনা ও হীরার তৈরি এই ফেস মাস্ক হয়তো রয়ে যাবে।মাস্কটি তৈরির ফরমাশ জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা ব্যবসায়ী। দাম পড়ছে ১৫ লাখ ডলার। এখন পর্যন্ত সেটিই সবচেয়ে দামি ফেস মাস্ক বলে ধারণা করা হচ্ছে। ১৮ ক্যারেট সোনার মাস্কটি তৈরি করেছে ইসরায়েলি জহুরি অর্না এবং আইজ্যাক লেভির অলংকার তৈরির প্রতিষ্ঠান ইভেল। তাতে যুক্ত করা হচ্ছে মোট ২১০ ক্যারেটের ৩ হাজার ৬০৮ টুকরা হীরা।

আর কারিগরি দিকের কথা যদি বলা হয়, তবে সেটি এন-৯৯ ঘরানার। অর্থাৎ বায়ুবাহিত কণার অন্তত ৯৯ শতাংশ আটকে দেয় মাস্কটির ফিল্টার। এসব অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক সেই ক্রেতারই আবদার। তিনি বলেছিলেন, মাস্কটি সবচেয়ে দামি হতে হবে, আর জীবাণু দূরে রাখার বেলায় সবচেয়ে কার্যকরী হতে হবে। তৃতীয় আরেকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। বলেছেন, মাস্কটি এ বছরের মধ্যেই পৌঁছে দিতে হবে তাঁকে।

মাস্ক তৈরির পরিকল্পনা ও নকশা করতেই মাসখানেক কেটে গেছে বলে জানিয়েছেন আইজ্যাক লেভি। নিউজ পোর্টাল নোক্যামেলকে তিনি বলেছেন, ‘আমাদের প্রথমেই নিশ্চিত করতে হয়েছে, ব্যবহারকারীর মুখে মাস্কটি যেন ঠিকঠাক লাগে এবং এন-৯৯ মাস্কের সব শর্ত পূরণ করে। প্রাথমিক মডেল তৈরি হয়ে গেলে শুরু হবে নকশার কাজ। আর সে কাজটিই আমাদের সবচেয়ে পছন্দের।সব মিলিয়ে ২৫ জন জহুরি পালাক্রমে মাস্কটি তৈরিতে অংশ নেবেন বলে ইভেলের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল। এরই মধ্যে বেশ সময় ব্যয় করেছেন তাঁরা। ডিসেম্বরে সরাসরি গ্রাহকের হাতে তুলে দেওয়ার ইচ্ছা তাঁদের।