https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চীনে করোনা নিয়ম শিথিল, বন্ধ কোভিড অ্যাপ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০:১৫

শেয়ার করুনঃ
চীনে করোনা নিয়ম শিথিল, বন্ধ কোভিড অ্যাপ !

প্রতিদিন একটু একটু করে শিথিল করা হচ্ছে করোনা নিয়ম। এর মধ্যেই আজ শি জিন পিং সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' নামে একটি সরকারি অ্যাপ বন্ধ হতে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চিন সরকারের তরফে আজ 'উই চ্যাট' পোস্টে জানানো হয়েছে, আজ মধ্যরাত থেকে 'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' অ্যাপটি বন্ধ হয়ে যাবে। অ্যাপটি ২০২০ সালে মহামারীর শুরুতে চালু করা হয়েছিল। কোথাও কোনো দরকারে যেতে হলে ওই অ্যাপে আগে মোবাইল নম্বর দিয়ে তাতে লগ ইন করে দেখতে হতো, সেখানে কতটুকু করোনার ঝুঁকি রয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

'কমিউনিকেশনস ইটনারারি কার্ড' নামে একটি সরকারি অ্যাপ বন্ধ হতে চলেছে।

সম্প্রতি বেইজিংয়ে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় শি জিন পিং সরকার কঠোর হয়েছে। উরুমছির একটি আবাসনে আগুন লেগে প্রায় দশ জনের মৃত্যুর পরে অভিযোগ ওঠে, বিচ্ছিন্নবাসে চলাফেরা নিয়ন্ত্রণে রাখতে আবাসনটি বাইরে থেকে বন্ধ রাখা হয়েছিল। তারা বের হতে না পেরে পুড়ে মারা যায়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাপের মুখে সরকার পিছিয়ে যেতে শুরু করে। প্রাথমিকভাবে বেশ কিছু জায়গায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার সংখ্যাও কমেছে।

সম্প্রতি বেইজিংয়ে করোনা রোগীর সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় শি জিন পিং সরকার কঠোর হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জানা গেছে, চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। তবে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, এখনও সতর্কতা বজায় রাখতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

রুশ-আমেরিকা সংঘাত: যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

রুশ-আমেরিকা সংঘাত: যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, মার্কিন প্রস্তাবে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলোর যথাযথ প্রতিফলন নেই। মস্কো মনে করে, এই প্রস্তাব বাস্তবসম্মত নয় এবং এটি গ্রহণযোগ্য হবে না। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াবকভ স্পষ্ট করেছেন যে, মার্কিন প্রশাসন রাশিয়ার সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখেনি, ফলে এই প্রস্তাব কার্যকর হতে পারে না।   ২০১৪

তৃতীয় মেয়াদে ও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

তৃতীয় মেয়াদে ও প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়া নিষিদ্ধ, তবুও তিনি নতুন উপায় খুঁজছেন বলে ইঙ্গিত দিয়েছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মজা করছেন না এবং এটি নিয়ে ভাবার এখনই সময় নয়।   যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ টানা

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫০ হাজার ছাড়ালো

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫০ হাজার ছাড়ালো

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ফলে মৃতের সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর এক হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।   স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত

ভারতে ঈদগাহে মুসলমানদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা, ভ্রাতৃত্বের বার্তা

ভারতে ঈদগাহে মুসলমানদের ওপর ফুল ছিটিয়ে শুভেচ্ছা, ভ্রাতৃত্বের বার্তা

বিশ্বের বিভিন্ন দেশগুলোর মতো ভারতেও ঈদ-উল-ফিতর উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপন করা হয়েছে। বিশেষত, রাজস্থানের জয়পুরে ঈদের দিন একটি অসাধারণ দৃশ্য দেখা গেছে, যেখানে হিন্দু মুসলিম ঐক্য প্রদর্শন করতে গিয়ে কয়েকজন হিন্দু মুসলিমদের ওপর ফুল বর্ষণ করেছেন। এই ঘটনা জয়পুর শহরের দিল্লি রোডের ঈদগাহে ঘটেছে, এবং এতে হিন্দু মুসলিম ঐক্য কমিটি ব্যানারে আসা কয়েকজন হিন্দু পুরুষ মুসলিমদের ওপর ফুল বর্ষণ

মিয়ানমারে ভূমিকম্পে ১৬০০ নিহত, উদ্ধারকাজ অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে ১৬০০ নিহত, উদ্ধারকাজ অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৪৪ জনে। আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। উদ্ধারকাজ চলাকালে একের পর এক লাশ বেরিয়ে আসছে ধ্বংসস্তূপের নিচ থেকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মান্দালয় অন্যতম। শহরটিতে বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।   ভূমিকম্পের পর মিয়ানমারের সামরিক সরকারের