
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ৩:৫০

তামিলনাড়ুতে গণপিটুনির শিকার হলেন বছর চব্বিশের এক দলিত যুবক। নিহতের পরিবারের অভিযোগ, অন্যের জমিতে মলত্যাগ করতে গিয়েই বেলাগাম হিংসার শিকার হতে হয় ওই যুবককে। ওই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ওই ঘটনায় তিন মহিলা-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলেই বানিয়ার বানিয়ার সম্প্রদায়ের। নিহতের পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেছে তামিলনাড়ু সরকার। কিন্তু এই ঘটনায় বিতর্কের আগুন নিভছে না।