খুন করে সাধারণত খুনিরা অন্তরালে চলে যায়। কিন্তু এ কেমন খুনী, যার কোন ভয়ডর নেই। নিজের বান্ধবীকে খুন করে তার কথা টিভির লাইভে বর্ণনা করেন। আর এ থেকেই খুনি সনাক্ত হয় এবং পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ভারতের চণ্ডীগড়ে টিভি চ্যানেলের অফিসে বসে প্রেমিকাকে খুনের কথা সরাসরি বর্ণনা করছিলেন যুবক। টিভির সেই সরাসরি অনুষ্ঠান দেখে সেখান থেকেই পুলিশ গ্রেফতার করে খুনিকে। এই অভিযুক্তের নাম মণীন্দ্র সিং (৩১)। তার বিরুদ্ধে ২০১০ সালে আরও এক বান্ধবীকে খুনের অভিযোগ রয়েছে।
সেই মামলায় জামিনে মুক্ত ছিলেন মণীন্দ্র। তারপর পেশায় নার্স সর্বজিৎ কৌরের (২৭) সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর রাতে স্থানীয় একটি হোটেলে ওঠেন মণীন্দ্র। কিন্তু ১ জানুয়ারি, ২০২০ সর্বজিতের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়। তারপর থেকেই পলাতক ছিলেন মণীন্দ্র। খুনের মূল অভিযুক্ত হিসেবে মনীন্দ্রকে খুঁজছিল পুলিশ।
হত্যার বর্ণনায় মণীন্দ্র বলেছে, সর্বজিতের পরিবার কিছুতেই বিয়ের বিষয়টি মেনে নিতে চাইছিল না। আর সর্বজিতের সঙ্গে অন্য একজনের সম্পর্ক ছিল। ৩১ ডিসেম্বর রাতে দু’জনের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি হয় এবং তার জেরে সর্বজিৎকে গলা কেটে খুন করেন মণীন্দ্র। ২০১০ সালে অন্য বান্ধবীকে খুনের কথাও স্বীকার করে নিয়েছে সে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।