মনের নেতিবাচক জিনিসগুলো দূরে সরাতে চান? তাহলে গরুকে ছুঁয়ে দেখতে পারেন। তাহলেই মনের সমস্ত নেতিবাচক জিনিসগুলো দূরে সরে যাবে। না কোনও মনোবিদ নন, এমন ওষুধ বাতলে দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যান দপ্তরের মন্ত্রী যশোমতী ঠাকুর। শনিবার অমরাবতীতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই যশোমতী ঠাকুর এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সংস্কৃতিতে একথা বলা রয়েছে যে, আপনি যদি কোনও গরুকে স্পর্শ করেন, তাহলে আপনার মনের ভিতর থাকা সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে।’
তবে সম্প্রতি আরও একটি কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন যশোমতী। মহারাষ্ট্রের ভাসিমে জেলা পরিষদের ভোটের সময় প্রচারে এসেছিলেন তিনি। সেখানে বলেন, ‘আমরা সবেমাত্র ক্ষমতায় এসেছি। শপথ নিয়েছি। তাই এখনও পয়সা কামাতে পারিনি।’
এছাড়া এই কংগ্রেস নেত্রী আরও বলেছিলেন, ভোটাররা বিরোধীদের কাছ থেকে টাকা নিতেই পারেন। কিন্তু ভোটটা তাঁদের কংগ্রেসকেই দেওয়া উচিত।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।