
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ২১:৯

কাশ্মীরে ফের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। রোববার পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনারা৷ এরপরই শুরু হয়ে যায় এনকাউন্টার পর্ব৷ সেনা-জঙ্গির এই গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে৷ তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ যে তিনজন নিহত হয়েছে তাদের পরিচয় জানা না গেলেও, ঘটনাস্থল থেকে ২ টি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল পাওয়া গেছে বলে জানানো হয়েছে৷ ত্রালের এই পিংলিশ গ্রামে তল্লাশি জারি রেখেছে দেশটির সেনাবাহিনী৷

ইনিউজ ৭১/এম.আর