কাশ্মীরের পুলওয়ামায় তথাকথিত পাকিস্তানের ‘জঙ্গি’ হামলার কড়া জবাব দিল ভারত। নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে বিমান হামলা চালিয়ে একাধিক পাক ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বিমানবাহিনী। মঙ্গলবার ভোরে ১২টি ‘মিরাজ ২০০০’ বিমান ১ হাজার কেজি বোমা বর্ষণ করে এসব ‘জঙ্গি’ ঘাঁটি ধ্বংস করে। সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে। কেউ কেউ একে ‘সার্জিক্যাল স্ট্রাইক ২.০’ বলেও অ্যাখ্যা দিয়েছেন। ভারতীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির সাবেক দুই তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীর। দু্জনই বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া টুইটার।
এবার অবশ্য গম্ভীরের চেয়ে বীরুর টুইট বেশি ঝাঁজালো ও চাচাছোলা। তাতে নজর বুলালে মনে হবে, ম্যাচ জেতার পর কথা বলেছেন ক্যাপ্টেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় টুইটবার্তায় সাবেক ওপেনার লিখেছেন, ছেলেরা দারুণ খেলেছে। আর গৌতম জানিয়েছেন, জয় হিন্দ, আইএএফ। গেল ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ৪০ সিআরপিএফ সদস্য নিহত হন। পরে এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানে ঘাঁটি গড়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বর্বর এই ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিহাসের তলানিতে ঠেকেছে। প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া সম্পর্কেও।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।