ভারতে টিকটক নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৩ অপরাহ্ন
ভারতে টিকটক নিষিদ্ধের দাবি

বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানান রকম মজাদার অডিও’র সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরির জন্য ব্যবহৃত অ্যাপ টিকটক ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গেল বছর দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের ডাউনলোড করা অ্যাপের তালিকায় শুরুর দিকেই রয়েছে টিকটক। তবে এবার অ্যাপটির বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে ধ্বংসের অভিযোগ এনে সেটি বন্ধের দাবি জানানো হয়েছে।

টিকটক অ্যাপের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন তামিলনাড়ুর এআইডিএমকে নেতা ও বিধায়ক থামিমাম আনসারি। তার অভিযোগ, এই অ্যাপটি ভারতীয় সংস্কৃতিকে ধ্বংস করছে। বহু অভিভাবক ও সমাজকর্মী তার কাছে এসে অভিযোগ জানিয়েছেন অ্যাপটির বিরুদ্ধে। এরপর তার সুরেই কথা বলেন তামিলনাড়ুর তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এম মন্দিকন্দন। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, টিকটক বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে তামিলনাড়ু সরকার। তবে অনেকেই তাদের এমন মন্তব্যের সমালোচনাও করেছেন। 

ইনিউজ ৭১/এম.আর