গুজরাটে হোয়াটসঅ্যাপের আদলে বিয়ের কার্ড

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ৫ই জানুয়ারী ২০১৯ ১১:১৪ অপরাহ্ন
গুজরাটে হোয়াটসঅ্যাপের আদলে বিয়ের কার্ড

প্রতিটা মানুষেরই তার বিয়ে নিয়ে নানা পরিকল্পনা থাকে। অনেকেই আশেপাশের দু-দশ জনের মতো করে ভাবেন, আবার অনেকেই ব্যতিক্রম কিছু করার চিন্তাভাবনা করেন। নিজেদের বিয়েতে ব্যতিক্রম কিছু করতে হোয়াটসঅ্যাপের আশ্রয় নিলেন ভারতের গুজরাটের সুরাটের এক দম্পতি। বিয়ের আমন্ত্রণপত্র ছাপালেন হোয়াটসঅ্যাপের আদলে। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, এই দম্পতি হলেন আরজু ও চিন্তন। চিন্তন একজন ওয়েব ডিজাইনার। তিনিই নিজেই এই আমন্ত্রণপত্রের ডিজাইন করেছেন। এতে তার সময় লেগেছে সাতদিন। তাদের বিয়ে হবে ফেব্রুয়ারি মাসে।

আরও জানায়, হলুদ রঙের খামে থাকবে সবুজ রঙের কার্ডটি। খামে লেখা, আনলক ইনভাইটেশন। কার্ডটিতে আছে দম্পতির ছবি। এখানে স্ট্যাটাস হিসেবে লেখা আছে, আপনাকে আমাদের বিয়েতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। না থাকলে আপনাকে ব্লক করে দেব আমরা। হোয়াটসঅ্যাপ লোগোর জায়গায় গণেশের ছবি বসানো হয়েছে। এই বিষয়ে আরজু বলেন, বিয়ের ঐতিহ্য বজায় রাখতে এমনটি করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব