চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা ৩০

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ন
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা ৩০

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প হিমালয়ের পাদদেশে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।  


তিব্বতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভারত এবং ভুটানেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন টের পাওয়া যায়। কর্মকর্তারা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চল।  


নেপালে ভূমিকম্পের পর ৪টি আফটার শক অনুভূত হয়েছে, যা ৪০ মিনিটের মধ্যে ঘটে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।  


উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পে ৫০ হাজার বাড়িঘর ধ্বংস হয়, যা ওই অঞ্চলের ভূমিকম্প প্রবণতার ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে বিবেচিত।  


বিশ্বব্যাপী ভূমিকম্প নিয়ে সতর্কতা বাড়ানোর জন্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন। তবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া এখনও চ্যালেঞ্জিং। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।  


তিব্বতের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।