বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত তার সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকায় নতুন ভাসমান চৌকি স্থাপন করেছে এবং টহল কার্যক্রম বাড়িয়েছে।
প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার হুমকি দেওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নেয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘সীমান্তের নিরাপত্তা আমাদের অগ্রাধিকারের বিষয়। বাংলাদেশি কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।’’
এদিকে, শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের অভিযোগ, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনা বেড়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর ২০২৪ সালে ২,২০০টির বেশি হামলার ঘটনা ঘটেছে।’’ তবে ঢাকার অন্তর্বর্তী সরকার এই অভিযোগকে অতিরঞ্জিত বলে দাবি করেছে এবং জানিয়েছে, প্রকৃত সংখ্যা ১৩৮।
এদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘‘ভারত সরকার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হাসিনাকে রাষ্ট্রীয় সুবিধা দিচ্ছে, যা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না।’’
দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে করণীয় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘‘বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা এবং সমান মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই উত্তেজনা কমানোর একমাত্র উপায়।’’
সীমান্তে নতুন ভাসমান চৌকি স্থাপন এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এ অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দুই দেশের মধ্যে এই টানাপোড়েন দীর্ঘমেয়াদে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য টেলিগ্রাফ
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।