প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ২০:১৫
পুলিশই জনতা, জনতাই পুলিশ'’ ‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সারাদেশের সাথে একযোগে বরিশালে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২০। নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সমাবেশের সভাপতি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। পরে অশ্বিনী কুমার হলে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনসাধারণ স্ব-ইচ্ছায় কমিউনিটি পুলিশিংয়ে অংশগ্রহন করলে অপরাধ কমবে। সমাজে অস্থিরতা ও অশান্তি বর্তমানের চেয়ে কমবে।
তিনি বলেন, বরিশাল নগরীর আইনশৃংখলা রক্ষায় এবং সামাজিক সমস্যা সমাধানে জনগনের স্বেচ্ছামূলক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে।সমাবেশে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।